বাংলায় ফটোগ্রাফির উপর বই এমনিতেই অপ্রতুল। তারপর মান সম্মত বই তো আরো নাই। ফিল্ম ক্যামেরার যুগে জনাব মনজুর আলম বেগের লেখা আধূনিক ফটোগ্রাফী বইটি অনেকেরই চাহিদা মিটিয়েছে অনেকদিন পর্যন্ত। এই বইটি প্রকাশিত হয়েছিলো ভারত থেকে। ভারত থেকে প্রকাশিত আরেকটি বই ছিলো নীরোদ রায়ের লেখা ফটোগ্রাফি। এই বইটিও ফিল্ম ফটোগ্রাফির উপর ভিত্তি করে লেখা। ডিজিটাল যুগে এই বইগুলি বেসিক কনসেপ্ট বুঝতে সাহায্য করলেও ঠিক শতভাগ কার্যকরী ছিলো না। পরবর্তীতে জনাব মোঃ রফিকুল ইসলামের লেখা দু’টি বই সেই অভাব মিটিয়েছে বলা চলে। এখন পর্যন্ত বাংলা ভাষায় ডিজিটাল ফটোগ্রাফি শেখার ও বুঝার জন্য এই দু’টি বই এর তুলনা নেই।
0 Review(s) for দি বেসিকস অফ ফটোগ্রাফি