• 01914950420
  • support@mamunbooks.com

১৯৪২ সালে ব্রজেন্দ্র নাথ ব্যানার্জি রচিত বেগমস অব বেঙ্গল কলকাতার মের্সার্স এস.কে. মিত্র অ্যান্ড ব্রাদার্স (১২, নারকেল বাগান লেন) থেকে প্রকাশিত হয়। বইটি ইংরেজি ভাষায় লেখা। এতে বাংলার বেগমদের জীবনচর্যা আলোচনা করতে গিয়ে লেখক সমকালীন ইতিহাসও তুলে ধরেছেন। তিনি যথাসম্ভব রাষ্ট্রীয় দলিল ও দস্তাবেজের ভিত্তিতে বেগমদের জীবনধারা ও আচরণ বর্ণনা করেছেন।

পলাশী যুদ্ধের পর নবাবদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ উত্তরাধিকারী ছিলেন না। কয়েকজন অপ্রাপ্তবয়স্ক উত্তরাধিকারী কেবল নামমাত্র নবাব হয়েছিলেন। ফলে নবাবদের বেগমরাই, অর্থাৎ রাজমাতারাই, রাজনীতি ও রাষ্ট্রনীতি পরিচালনা করতেন, যদিও প্রকৃত নিয়ন্ত্রণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। নবাবদের অন্তর্দ্বন্দ্বের ফলে বেগমদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ ও মর্মন্তুদ, আর তাঁদের পরিণতি ছিল হৃদয়বিদারক।

বর্তমানে স্কুল-কলেজে ব্রিটিশ আমলের মতো ইংরেজি শিক্ষার প্রচলন নেই। আগে ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে পড়ানো হতো, এখন তা বিদেশি ভাষা হিসেবে বিবেচিত হয়। ফলে ইংরেজিতে লেখা বই পড়ার প্রতি আগ্রহও কমে গেছে। এ কারণেই বইটি বাংলায় অনুবাদ করে দেশীয় পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য। অনুবাদ ছাড়া বিশ্বের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে জানার সুযোগ সীমিত।

বইটি মুদ্রণের সুযোগ করে দেওয়ার জন্য আমি জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন, শ্রদ্ধেয় ড. সুধাময় দাসের প্রতি কৃতজ্ঞ। বইটির প্রচ্ছদ এঁকেছেন আয়ুব আল আমিন। কম্পিউটারে কাজের সময় বিভিন্ন বাধা অতিক্রমে আমাকে সহায়তা করেছেন ইমরান আহমেদ ও শরীফুন নাহার শম্পা। ইমরান আহমেদ আমার পুত্র, আর শরীফুন নাহার শম্পা জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা—তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

এ ছাড়া, দিব্যপ্রকাশের ম্যানেজার জনাব সোহরাব হাসান ও জনাব খায়রুল হাসান সাজুর প্রতিও কৃতজ্ঞতা জানাই। তাঁদের সহযোগিতা ছাড়া বইটি প্রকাশিত হতো না।

Title বেগমস অব বেঙ্গল
Author
Publisher দিব্য প্রকাশ
Translator জাওয়াদুল হক, Jawadul Haque
ISBN 9789849727644
Edition 1st Published, 2023
Number of Pages
Country Bangladesh
Language Bengali,

Related Products

Best Selling

Review

0 Review(s) for বেগমস অব বেঙ্গল

Subscribe Our Newsletter

 0