বইটি যেভাবে সাজানো হয়েছে-
০১. এই বইয়ের প্রতিটি বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে সহজ-সরল ভাষায় চিত্র ও ব্যাখ্যাসহ তুলে ধরা হয়েছে। এরই অংশ হিসেবে প্রতিটি অধ্যায়ের শুরুতে সিলেবাসের অন্তর্গত বিষয়বস্তুর স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। কয়েকটি বিষয় আলোচনার পর সেই সম্পর্কিত উদাহরণ, গাণিতিক সমস্যাবলি ও এগুলোর সমাধান দেওয়া হয়েছে। গাণিতিক সমস্যার পাশে Imp (Important), VI (Very Important), VVI (Very Very Important) উল্লেখ করে সমস্যার গুরুত্ব বোঝানো হয়েছে। অবশেষে পর্যায়ক্রমে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, অতিরিক্ত গাণিতিক সমস্যা, সৃজনশীল প্রশ্ন এবং সবশেষে বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
০২. প্রতিটি অধ্যায়ের মধ্যে কনসেপ্ট সম্পর্কিত ছোট ছোট অনেকগুলো প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। এছাড়াও অধ্যায়ের শেষে বোর্ডে আসা পর্যাপ্ত সংখ্যক অনুধাবনমূলক প্রশ্ন, উত্তরসহ দেওয়া হয়েছে। সাধারণত কনসেপ্ট সম্পর্কিত এই ছোট প্রশ্নগুলো এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোই SSC-2026 এ দুই মার্কের ছোট প্রশ্ন আকারে আসার মত।
০৩. প্রতিটি অধ্যায়ের গাণিতিক সমস্যাবলি ও সৃজনশীল প্রশ্ন এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে কোনো শিক্ষার্থী এগুলো বুঝে চর্চা করলে পরীক্ষায় যেকোনো ধরনের প্রশ্নের উত্তর করার সক্ষমতা অর্জন করে।
Title | পদার্থবিজ্ঞান কনসেপ্ট বুক: এসএসসি ২০২৬ - দশম শ্রেণী |
Author | মোঃ সজীব আলী, Md. Sajib Ali |
Publisher | N-A |
ISBN | 9789843547187 |
Edition | February 2025 |
Number of Pages | 237 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for পদার্থবিজ্ঞান কনসেপ্ট বুক: এসএসসি ২০২৬ - দশম শ্রেণী