দু'দশক আগে বাংলাদেশের রাজনীতিতে যে সংকট শুরু হয়েছিল, তার অবসান হয়নি এখনও। ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর মনে হয়েছিল, দেশে বুঝি আবার সুবাতাস বইবে। কিন্তু দেখা গেছে দেশের পরিস্থিতি ক্রমেই জটিল ও সংঘাতপূর্ণ হয়ে উঠছে। ১৯৯৬ সালে আবার আন্দোলন হলো। মানুষ হলো আশাবাদী। কিন্তু আজ একুশ শতকের দোর গোড়ায় এসে দেখা যাচ্ছে, আমরা যে তিমিরে ছিলাম, সে তিমিরেই রয়ে গেছি। গত এক দশক ধরে বাংলাদেশের রাজনীতির এই জটিল পরিস্থিতি, সুস্থভাবে সাধারণের সামনে প্রতিনিয়ত তুলে ধরেছেন মুনতাসীর মামুন। বাংলাদেশে লেখার মাধ্যমে গণতন্ত্র ও সিভিল সমাজ গড়ে তোলার পক্ষে যে কজন নিরলসভাবে লিখে গেছেন তাদের অন্যতম ড: মুনতাসীর মামুন। ১৯৮৮ সাল থেকে নিয়মিত তিনি এ বিষয়ে লেখা শুরু করেন এবং অচিরেই হয়ে ওঠেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার। প্রচলিত রীতি ভেঙে দৈনিক পত্রিকাসমূহ প্রথম পৃষ্ঠায় গুরুত্ব সহকারে ছাপা শুরু করে তাঁর ভাষ্য। এ সব রচনার জন্য তিনি বারবার হুমকীর সম্মুখীন হয়েছেন, আক্রান্ত হয়েছেন- কিন্তু তঅবিচলিত থেকেছেন নিজ বক্তব্যে। সে কারণে তিনি শুস
0 Review(s) for বাংলাদেশের রাজনীতি একদশক (১৯৮৮-১৯৯৮)