গল্প দোল খায় বাতাসের দোলনায়। বাতাসে উড়ে গল্প। ঠিক তখনি বাতাসের কথা মনে পড়ে যায়। বাতাস দেখি না। তবু আমরা মানি বাতাস আছে। বাতাসে ভর করে উড়ে বেড়ায় ঘুড়ি। সুতো বিহীন ঘুড়ি উড়তে পারে না। ঘুড়ি ও লাটাই মাঝে সুতো। ঘুড়ি ও লাটাই মাঝে যে সুতো, সেই সুতোই যেন একটি রেখাপথ। সেই রেখাপথ দিয়ে হেঁটে চলে গল্প। প্রজাপতি হাতির গল্প। পাখির গল্প। হাঁসের গল্প। যে গল্পের ভেতর লুকিয়ে আছে আমাদের দেশ। সবুজ পাতার রঙ। মা ও মাটির কথা। পাখির কথা। স্বপ্নীন ভোরের কথা। নীল আকাশের কথা। পাথর ও ঘুড়ির কথা। গল্পের ভেতরে চলমান কল্পনা শক্তি। কল্পনা শক্তির উপর নির্ভর করে কিশোর মন এগিয়ে চলে। শক্ত পাথর সহজে হয়ে যায় ঘুড়ি। তরতাজা মাছ। ফলবান বৃক্ষ। আমাদের জীবনে যাদের প্রয়োজন খুব। তারাইতো জীবন্ত। টুনটুনি পাখির মতো আনন্দ আলোপথ ধরে হেঁটে চলেছে গল্প। পাথর নাকি নুড়িপাথর। গল্প খুঁজে ফিরে দুর্বল হাঁসের ছানার সফলতার গল্প। ঘুড়ি ও ঘড়ি গল্প। উজ্জ্বল ও পতনের গল্প। বাতাসে উড়ন্ত নীল পাথরের নীল ঘুড়ি।
0 Review(s) for নীল পাথরের নীলঘুড়ি